•আজ আমি আপনাদের বলবো টেলিগ্ৰাম থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?
•~টেলিগ্রাম ২০১৩ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এটি রাশিয়ার দুটি ভাই, পাভেল এবং নিকোলাই দুরোভ দ্বারা প্রতিষ্ঠিত হয়।
-টেলিগ্রাম ২০১৮ সালের জানুয়ারিতে ১০০ মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক অর্জন করে। এরপর থেকে, এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এবং ২০২৩ সালের ডিসেম্বরে এর ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়ে যায়।
-বাংলাদেশে, টেলিগ্রাম ২০১৮ সালের দিকে জনপ্রিয় হয়ে ওঠে। এটি বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। টেলিগ্রামে বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যম উপস্থিত রয়েছে।
>টেলিগ্রাম বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ। এটি দ্রুত, নিরাপদ এবং গোপনীয় যোগাযোগের জন্য একটি জনপ্রিয় বিকল্প।
:-) এখন কাজের কথায় আসি টেলিগ্ৰাম থেকে ইনকাম করবেন কিভাবে?
- টেলিগ্ৰাম থেকে টাকা ইনকামের অনেক উপায় আছে তার মধ্যে কয়েকটি নিচে দেওয়া হলো।
- টেলিগ্ৰাম থেকে ইনকাম করতে হলে প্রফেশনাল ভাবে একটা টেলিগ্ৰাম একাউন্ট তৈরি করতে হবে ।
1. টেলিগ্ৰাম থেকে টাকা আয়
- টেলিগ্ৰাম থেকে আমার অনেক উপায়ে টাকা ইনকাম করতে পারি টেলিগ্ৰামে ইনকাম করতে হলে প্রথমে আপনি যে চ্যানেল টা খুললেন এই চ্যানেলে সাবস্ক্রাইব লাগবে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন? একটু পর বলছি আগে বলি কি কি উপায়ে ইনকাম করতে পারবেন ধৈর্য সহকারে পড়তে হবে থাকুন।
- এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
-আমরা মুটামুটি সবাই এফিলিয়েট মার্কেটিং এর সাথে পরিচিত । এফিলিয়েট মার্কেটিং এর জন্য টেলিগ্ৰাম হতে পারে সব থেকে সহজ উপায় ।
-এফিলিয়েট মার্কেটিং হল কোন ই-কমার্স প্রতিষ্ঠানের অথবা কোন প্রোডাক্টের লিংক শেয়ার করে আপনার দর্শকরা উত্তর লিঙ্ক দিয়ে প্রোডাক্টটি ক্রয় করলে লাভের একাংশ আপনাকে প্রদান করা হবে। এফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে ।
-এই সকল প্রতিষ্ঠানগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রামের যুক্ত হয়ে এফিলিয়েট লিংক আপনার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করলে উক্ত লিংক থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে আপনি এর লাভ অংশ পাবেন।
2. টেলিগ্ৰামে নিজের প্রোডাক্ট বিক্রি ইনকাম? - আপনি যদি চান টেলিগ্ৰামে যে কোন প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারেন। - টেলিগ্ৰামে কিভাবে প্রোডাক্ট বিক্রি করবেন? - টেলিগ্ৰামে আপনার নিজের প্রোডাক্ট বিক্রির জন্য আপনার যে প্রোডাক্ট নিশ ঐ নিশের উপর কয়েকটা বড় বড় টেলিগ্ৰাম চ্যানেলে খুঁজবেন সেই চ্যানেলের এডমিন এর সাথে চুক্তি করে পেইড প্রমোশন করাতে পারেন বা তার সাথে চুক্তি করতে পারেন এতো গুলো প্রোডাক্ট বিক্রি করে দিবেন আপনাকে এতো % কমিশন দিবো। আরো একটা কাজ করবেন যে প্রোডাক্ট টা প্রমোশন করবেন তার নিচে আপনার টেলিগ্ৰাম চ্যানেল লিংক ও দিয়ে দিবেন তাহলে আপনার চ্যানেল ও বড় হবে 🙂 - এভাবে আপনি একটা বড় ই-কমার্স সাইট তৈরি করতে পারেন
3. টেলিগ্রামে রিসেলিং করে ইনকাম
- আপনার যদি নিজের প্রোডাক্ট না থাকে তাহলে রিসেলিং করে ইনকাম করতে পারেন
-রিসেলিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় একই ধরনের। রিসেলিং বলতে বুঝায় কোন একটা কোম্পানির প্রোডাক্ট আপনি কাস্টমারের কাছে বিক্রি করলে পন্য টার দাম হিসাবে আপনাকে নির্দিষ্ট পরিমাণে টাকা পেমেন্ট করা হবে। আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি অনেক বেশি মেম্বার থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ওই চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় করতে পারবেন।
-এছারাও আরো উপায়ে টেলিগ্ৰাম থেকে টাকা আয় করা সম্ভব আরো কিভাবে ইনকাম করা যায় যদি যানতে চায় এখানে ক্লিক করুন
- টেলিগ্ৰমা চ্যানেলে রিয়াল সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে? দেখতে এখানে ক্লিক করুন